ডাকসু: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

টাইমস রিপোর্ট
2 Min Read
ডাকসুতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ছবি: শামীম উস সালেহীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সকালে বিচারপতি এসকে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে একটি বেঞ্চে রিটটি শুনানির জন্য গ্রহণ করা হয়। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন।

রিটে বলা হয়েছে, এসএম ফরহাদ ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপর কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে

হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে জিএস প্রার্থী এসএম ফরহাদ। ছবি: সংগৃহীত

এরইমধ্যে ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছে, আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হয়েছে।

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা নির্বাচনে ভোট দিতে পারবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে রিটার্নিং কর্মকর্তারা জানান, পুলিশ বাহিনী নির্বাচনের নিরাপত্তা দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে।

নির্বাচনের সাতদিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

নির্বাচনের আগেরদিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সংগঠনগুলো হল ও ক্যাম্পাসে প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *