ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রে ভোট, বুথ সংখ্যা ৭১০

টাইমস রিপোর্ট
3 Min Read
ডাকসুতে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ছবি: শামীম উস সালেহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীনা নির্বাচনে ভোট দিতে পারবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বরাতে রিটার্নিং কর্মকর্তারা জানান, পুলিশ বাহিনী নির্বাচনের নিরাপত্তা দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো সক্রিয় রয়েছে।

নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সংগঠনগুলো হল ও ক্যাম্পাসে প্রচারণা কার্যক্রম চালাতে পারবেন। তবে কোনো প্রার্থী সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ-মাহফিল আয়োজন বা ধর্মীয় প্রতিষ্ঠান/প্রাঙ্গণে প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা স্বপ্রণোদিতভাবে কোনো ধরনের উপঢৌকন, আপ্যায়ন বা অর্থ সহযোগিতায় অংশ নিতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১ ও শিক্ষার্থী সংসদ-২সহ আরও কয়েকটি অনলাইন পেজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া গ্রিন ফিউচার ফাউন্ডেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম ডাকসু নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সংগঠনটির সব ধরনের কার্যক্রম ও শাটল সার্ভিস ক্যাম্পাসে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, শনিবার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ডাকসু নির্বাচনের জন্য প্রার্থীরা বর্তমানে তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী ও হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলসহ ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *