রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খুব শিগগিরিই ফিরে পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী শিগগিরই তার নিবন্ধন ফিরে পাবে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠকের পর কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রতীক সম্পর্কে সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামীর কাছে ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।’
বিএনপি নেতা ইশরাক হোসেনকে সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘নির্বাচনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ইসির দায়িত্ব শেষ হয়ে যায়। শপথ গ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়।’
উল্লেখ্য, ২০১৩ সালে আদালতের রায়ের পর জামায়াতে ইসলামী নিবন্ধন হারিয়েছিল। ওই রায়ে তাদের নিবন্ধন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছিল।