ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে: নাহিদ

টাইমস ন্যাশনাল
2 Min Read
নরসিংদী পৌরসভার সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ। ছবি: অনিক রহমান/টাইমস
Highlights
  • নাহিদ ইসলাম বলেন,  ‘৩ আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।’  

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়—তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে, পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী পৌরসভার সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন, আব্দুল্লাহ হিল লিমন, আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নাহিদ ইসলাম বলেন,  ‘৩ আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।’

সারাদেশে জুলাই পদযাত্রায় হামলা ও বাধা সৃষ্টি করে এনসিপিকে থামানো যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণের সমর্থনে এনসিপি জয়লাভ করবে।’

এর আগে পথসভায় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির সমাবেশ ঘিরে যারা নেতাকর্মীদের ওপর হাত তুলবে, তাদের জবাব দেওয়া হবে।’

নাসিরুদ্দিন আরও বলেন, এখন ব্যবসায়ীরা চাঁদাবাজদের ভয়ে আতঙ্কে থাকেন। এনসিপি ব্যবসায়ীদের কাছে চাঁদা চায় না। দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়।

এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়তে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলগুলোর ক্ষোভ ভুলে আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

নরসিংদী পৌরসভার সামনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। ছবি: অনিক রহমান/টাইমস

এর আগে নরসিংদী ক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপি নেতারা। এ সময় তারা প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বিকালে ঢাকা-সিলেট সড়কের জেলখানা মোড় (শহীদ তাহমিদ চত্বর) থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভা প্রাঙ্গনে অস্থায়ী মঞ্চে গিয়ে মিলিত হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *