‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলে হট্টগোল, এনসিপির সভা পণ্ড

টাইমস ন্যাশনাল
1 Min Read
খুলনায় এনসিপির মতবিনিময় সভায় দুই পক্ষের হট্টগোল। ছবি: টাইমস

খুলনায় ‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলার প্রতিবাদে দুই পক্ষের হট্টগোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার রাতে নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে না পেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার ও দক্ষিণাঞ্চলের যুগ্ম-মুখ্য সংগঠক মোল্লা রাহমাতুল্লাহ।

হট্টগোলের বিষয়ে জানতে চাইলে সরোয়ার তুষার বলেন, ‘এটি তেমন কোনো বিষয় না। যা হয়েছে অনুষ্ঠান শেষে। এটি অনুষ্ঠানের অংশ না।’

যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এ সময় শুধু হৈ চৈ হয়।’

নেতাকর্মীরা জানান, বিএমএ ভবনে ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কার’ দাবিতে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হওয়ার পর দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। এ সময় একাংশ নেতাকর্মী আপত্তি জানিয়ে ‘চাঁদাবাজ কেন মঞ্চে’ বলে প্রতিবাদ করতে থাকেন। মুহূর্তেই বাকি নেতাকর্মীরা এগিয়ে গেলে হট্টগোলের সৃষ্টি হয়।

মঞ্চে উপস্থিত সরোয়ার তুষার ও মোল্যা রহমাতুল্লাহ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা সভাস্থল ছেড়ে চলে যান তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *