চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের পাশে ধর্ম উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন ধর্ম উপদেষ্টা। ছবি: টাইমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়েছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি শিক্ষার্থীদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও আশ্বস্ত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।’

প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য না করতেও তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের আহ্বান জানান।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও উপদেষ্টার ব্যক্তিগত সহকারী জনাব ইকরামুল হকসহ অন্যরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *