পতিত ফ্যাসিস্ট বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ‘গুজব ছড়াচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘চারদিকে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো গুজবে কান দেব না। দেওয়া যাবে না, কারণ গুজব গুজবই। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে।‘
মঙ্গলবার বিকালে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্য আছে, সেই ঐক্য নিয়ে সামনে এগিয়ে যাব, ইনশাআল্লাহ জয় করব আমরা।‘
রাজধানীর ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিকালে উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি খাল এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে মানিক নগরের খালের ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আজ খাল পরিষ্কার অভিযানে আছি। র্যালি হওয়ার কথা ছিল কিন্তু এতে রাস্তায় ভিড় জমে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়। মানুষের কষ্ট হয়, এই কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বললেন, ঢাকা শহরে দুইটা অঞ্চলে দুইটা খাল আপনারা বেঁছে নিন যেটা আপনারা পরিষ্কার করবেন।‘
তিনি বলেন, ‘আমার একটা অনুরোধ আছে নেতাদের কাছে। সেটা হচ্ছে, আজকে পাঁচ মিনিটের জন্য দেখিয়ে চলে গেলে হবে না। পাঁচ মিনিটের জন্য আমরা দেখলাম, আমরা পরিষ্কার করছি, তারপরে নাই। এই খাল আমরা দেখতে চাই, পরিষ্কার হয়েছে এবং আপনাদের নেতাকর্মীরা পরিষ্কার করেছে।‘
তিনি বলেন, ‘নেতাদের স্যুট-কোট পরে আসলে হবে না, কারা পরে আসছেন? স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না, পায়জমা পরেন, হাফ প্যান্ট পরেন, সবার সঙ্গে পরিচ্ছন্নতায় নামতে হবে।‘
‘নারী নেত্রীরা কেউ কেউ সাজ-গোজ করে পার্লার থেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এভাবে হবে না। জনগণের কাছে যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের কথা বলতে হবে,’ যোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংসদগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে যেন কোনো গোলযোগ না হয়। কোথাও যেন বিএনপির বিরুদ্ধে বদনাম না আসে। বড় দল হিসেবে আপনাদের দায়িত্বও বেশি।’
বিএনপির এই নেতা বলেন, ‘নগরীর পাড়া মহল্লায় কোনো গোলযোগ হলে আপনাদের কাছেই লোকজন আসে, বিষয়টি মিটমাট করে দেওয়ার জন্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর নেতারা।
ঢাকার দক্ষিণে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন
এদিকে, মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরোনো ঢাকায় দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
পরে তিনি নিজে পরিচ্ছন্নতা অভিযানে নেতাকর্মীদেরসহ নামেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, জাসাস জাকির হোসেন রোকন, ঢাকা মহানগর দক্ষিণের লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, ফরহাদ হোসেন প্রমুখ।