গাজীপুরের শ্রীপুরে তাল কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার ঘটনায় মূল আসামি আশিক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আশিক শ্রীপুর থানার ভুতুলিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে। নিহত কমলা বেগমও একই গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে আশিককে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. আব্দুল বারিক বলেন, ‘শনিবার ভোরে আশিক বাড়ি থেকে বের হয়ে ইটভাঙার কাজে যান। পরে শ্রীপুরের ভুতুলিয়া এলাকায় তাল সংগ্রহ করে গাছের নিচে জমা রাখেন। ফজরের পর কমলা বেগম সেখানে এসে তালগুলো নিতে চাইলে আশিক বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে আশিক হাতে থাকা হাতুড়ি দিয়ে কমলা বেগমকে আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে কোদাল দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে পাশের স্থানে গর্ত খুঁড়ে মরদেহ চাপা দেন।’
তথ্যপ্রযুক্তির সহায়তায় আশিককে এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ভুতুলিয়া গ্রামের একটি গর্ত থেকে কমলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।