গাজায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৭ জন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ধারণা করা হচ্ছে, পরিকল্পিত একটি বড় সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্কুল চত্বরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা কর্তৃক যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, শেখ রাদওয়ানে একটি ভবনের ওপর দিয়ে ঘুরছিল একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন। উদ্বিগ্নভাবে তাকিয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর ড্রোনটি বিস্ফোরক নিক্ষেপ করে। পরে ফুটেজে লক্ষ্যবস্তুতে ধোঁয়া উঠতে দেখা যায়।
এ ছাড়া গাজা সিটির তুফ্ফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর আরেক হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-আহলি হাসপাতালের একটি চিকিৎসা সূত্র।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি যুদ্ধ বন্ধে ইসরায়েলের শর্ত না মানে, তাহলে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে।
ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এ ধরনের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।