ইসরায়েল–হামাস যুদ্ধের ২০ মাসে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়, সবশেষ বুধবার দক্ষিণ গাজার রাফা ও কেন্দ্রীয় অঞ্চলে খাদ্য সহায়তা নিতে গিয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
আল-আওদা হাসপাতাল জানিয়েছে, কেন্দ্রীয় গাজায় সহায়তা কেন্দ্রে যাওয়ার পথে ৭ জন নিহত হন। অন্যদিকে, রাফার কাছে নিহত ১৪ জনের মরদেহ খান ইউনুসের নাসের হাসপাতালে রাখা হয়েছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সন্দেহভাজনদের ‘সতর্ক করে গুলি’ ছুড়েছিল।
গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানায়, হামাসের হামলায় তাদের অন্তত ৫ জন স্থানীয় সহায়তা কর্মী নিহত হয়েছেন। তবে তারা সংঘর্ষস্থলে সহিংসতার কোনো প্রমাণ পায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।
এদিকে, ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে আরও দুই জন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৫৩ জন বন্দী রয়েছে, যাদের অনেকে জীবিত নন বলে ধারণা।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ নিহত হন। এ পর্যন্ত জিম্মি করা হয়েছে ২৫১ জনকে। এরপর থেকে গাজায় মানবিক বিপর্যয় চলছেই।