গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপেজলার খলসী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপেজলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নুরনবী মহুরী (৫৭) ও বগুড়ার জেলার শিবগঞ্জন উপজেলার দাড়িদহ গ্রামের মোকচ্ছেদ মিয়ার ১৯ দিনের সন্তান পরাগ মিয়া।