সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে উন্মাদনা, নতুন তারকাদের নিয়ে ঈদের আগেই উৎসব জাতীয় দলে
জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা স্পষ্ট জানিয়ে দিলেন—এই ঈদে বাংলাদেশ দল ভক্তদের জন্য এক বিশেষ উপহার দিতে চায়। আর সেটি হলো আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে জয়।
শুক্রবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্প্যানিশ কোচ বলেন, “অবশ্যই আমরা দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই—সেটা হবে সিঙ্গাপুরকে হারিয়ে।”
ফুটবল উন্মাদনায় বাংলাদেশ
বাংলাদেশ ফুটবলের চারপাশ এখন অন্যরকম চিত্র। ক্রিকেট-আক্রান্ত দেশে ফুটবল যেন আবার জেগে উঠেছে। ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়, গ্যালারি ভর্তি দর্শক, আর জাতীয় দলে একঝাঁক নতুন মুখ—সব মিলিয়ে যেন ঈদের আগেই উৎসব।
সেই ম্যাচে হ্যামজা চৌধুরীর দুর্দান্ত হেডে পাওয়া প্রথম গোল ছিল দারুণ আলোচিত। লেস্টার সিটির এই মিডফিল্ডার জামাল ভূঁইয়ার কর্নার থেকে দারুণভাবে বল জালে পাঠান। সঙ্গী হিসেবে ছিলেন জামাল, ফাহামেদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষসহ আরও অনেকে।
“আমরা দুটো গোল করেছি, আমি খুশি। আরও ভালো ফিনিশিং লাগবে, তবে ফুটবলে এটাই স্বাভাবিক,” বলেন কোচ ক্যাবরেরা।
আন্তর্জাতিক তারকাদের আগমনে উজ্জীবিত দল
জাতীয় দলে এখন এক ঝাঁক নতুন মুখ, যাঁদের অনেকে বেড়ে উঠেছেন বিদেশে। হ্যামজা চৌধুরীর সঙ্গে যুক্ত হয়েছেন কানাডিয়ান ফুটবলার শামিত শোম। আর পুরো দেশ অপেক্ষায় আছে ইংল্যান্ডে জন্ম নেওয়া কিউবা মিচেলের জন্য, যিনি হয়তো সামনের ফিফা উইন্ডোতে দলে যোগ দেবেন।
এই আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের আগমনে দলের মান যেমন বেড়েছে, তেমনি দর্শকদের প্রত্যাশাও ছুঁয়েছে আকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কিউবা-মিচেল-জামাল-হ্যামজা একসঙ্গে খেলার কল্পনাই তৈরি করছে এক নতুন স্বপ্ন।
সিঙ্গাপুর ম্যাচ: কঠিন পরীক্ষা, বড় সুযোগ
সবকিছুর পরেও কোচ ক্যাবরেরা জানেন—সামনে কঠিন চ্যালেঞ্জ। সিঙ্গাপুর কম বিপজ্জনক নয়। তবে অনুশীলন আর দলগত সংহতির দিক থেকে তিনি আশাবাদী। “দল ভালো অনুশীলন করেছে, সবাই মোটিভেটেড। আমাদের স্পিরিট এখন খুবই শক্ত,” বলেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ফলে আবারও স্টেডিয়াম থাকবে গ্যালারি ভরতি। এই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয়—এটি একটি জাতীয় মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঈদের আগে স্বপ্ন দেখছে পুরো দেশ
অনেক বছর ধরে সমর্থকরা হতাশা নিয়ে জাতীয় দলের খেলা দেখেছেন। এবার সেই গল্প বদলেছে। ভালো খেলা, বড় নাম, আর পেশাদার মনোভাব—সব মিলে বাংলাদেশ যেন সত্যিকারের একটি ফুটবল দল হয়ে উঠেছে।
এই সিঙ্গাপুর ম্যাচ তাই শুধু একটি ম্যাচ নয়, এটি হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত। জয় মানে এএফসি বাছাইয়ে এগিয়ে যাওয়া, আর ভক্তদের জন্য হবে একটি ‘পারফেক্ট ঈদ গিফট’।