বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম বলেছেন, সাংবাদিকরা ‘কান্ট্রিম্যান’ হবেন, কিন্তু ‘মাইম্যান’ হবেন না।
তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সেই দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিণত না হয়। যেমনটি আমরা দেখেছি ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে। সাংবাদিকদের নিজেদের অধিকার নিজেদেরই অর্জন করার চেষ্টা করতে হবে।
সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা সাইবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় উপদেষ্টা আশিক ইসলাম আরও বলেন,’আগামীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে মিডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা সকলের অনুধাবন করা দরকার।’
তিনি বলেন, ‘সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভাল-মন্দ কাজের যত বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিলে দেশ ততই এগিয়ে যাবে। তবে গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও এখনো চরিত্রের বদল হয়নি।’
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে জাতীয়তাবাদী ঘরানার সাংবাদিকরা নির্যাতনের মধ্যে ছিলেন। এখনো তারা অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। এখন বিভিন্ন মিডিয়ায় পেশাদারিত্বের বদলে ‘মাইম্যান’ চর্চা চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার চিফ রিপোর্টার ও ডিআরইউর সাবেক সভাপতি মোরসালনি নোমানী, এটিএন বাংলার চিফ রিপোর্টার মইনুল হাসান, জিটিভির হেড অব নিউজ আহমেদ সাগর, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদি হাসান পলাশ, দৈনিক ভোরের আকাশের জয়েন্ট নিউজ এডিটর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক তারিক আল বান্না, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক নিউজ এডিটর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, নিউজ টুডের সাবেক সম্পাদক আখতার হোসেন মাসুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার জিএম রাজিব, সময়ের আলোর সিটি এডিটর আলমগীর হোসেন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আরটিভির সিনিয়র রিপোর্টার মোমিন হোসেন, ডেইলি টাইমস অব বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মোশাররফ বাবলু, এটিএন বাংলার ক্রীড়া প্রতিবেদক আশরাফ হোসেন, সিনিয়র সাংবাদিক আলমগীর মোহাম্মদ রঞ্জু, নিউইয়র্কের সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. কাশেম, দৈনিক আমার দেশের সিনিয়র সাব এডিটর আবু দারদা যোবায়ের, রাহুল রায়, মো. মহসিন, মো. শিবলি, মো. কামাল হোসেন, আহসান জনি প্রমুখ।