কর ছাড় ও বিপুল ব্যয় পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ‘বিগ, বিউটিফুল বিল’ মার্কিন কংগ্রেসে তীব্র বিতর্কের মুখে পড়লেও শেষ পর্যন্ত কয়েক ভোটের ব্যবধানে পাস হয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটে বিলটি অনুমোদন পায়, পরে স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেন। কংগ্রেসে বিলটি চূড়ান্তভাবে পাস হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বিলটি নিয়ে রিপাবলিকান দলের মধ্যেই বিরোধিতা দেখা গেলেও শেষ পর্যন্ত পাস হওয়ায় দলের সিনিয়র নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এখন তার স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।
এর আগে গত মঙ্গলবার সিনেটে বিলটি অত্যন্ত সামান্য ব্যবধানে পাস হয়, যেখানে সমান ভোট পড়ায় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ভোটে সমতা ভেঙে বিলটির পক্ষে রায় যায়। সিনেটে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়।
যেখানে, তিনজন রিপাবলিকানও ডেমোক্র্যাটদের ৪৭ জনের সঙ্গে মিলিয়ে এর বিপক্ষে ভোট দিয়েছিলেন।
বিলের আওতায় কর কমানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানো, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বরাদ্দ বৃদ্ধি এবং অভিবাসন নিয়ন্ত্রণে অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
মূলত ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দেওয়া কর ছাড়ের ধারাবাহিকতায় এই বিল প্রণীত হয়েছে, তবে এবার এতে সেনা ও সীমান্ত নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানো হয়েছে।
বিলে কম আয়ের মানুষের জন্য মেডিকেইড ও খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কমানোর কথা বলা হয়েছে, যার ফলে লাখ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্যবিমা সুবিধা হারানোর ঝুঁকিতে পড়বেন।