বিএনপির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি মোহাম্মদ আবু সালেহ বুলবুল ও সাধারণ সম্পাদক মো. জাহিদ খান নির্বাচিত হয়েছেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইনক. এর কার্যনির্বাহী সভায় কার্যনির্বাহী সদস্যদের সর্বসম্মতিক্রমে আইটি ইঞ্জিনিয়ার সালেহ বুলবুলকে সভাপতি, মো. জাহিদ খানকে সাধারণ সম্পাদক এবং জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নবনির্বাচিত সর্বপ্রথম কার্যনির্বাহী কমিটিকে অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, ইতালি ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে আরও সুসংহত ও শক্তিশালী করে গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ কমিটির অন্যরা হলেন-সহ সভাপতি মো. রুহুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- ফারুক আহমেদ খান, দপ্তর সম্পাদক এস এম জাকারিয়া হোসেন ও কোষাধ্যক্ষ নাবিল সাদিদ।