ওটিটিতে ৪ হিট ছবির আয়োজন ‘বিরাট গুরুর হাট’

টাইমস রিপোর্ট
6 Min Read
(বাঁ থেকে) শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ ও মোশাররফ করিম । ছবি: চরকি

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ দর্শকপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘বরবাদ’ ব্লকবাস্টার হিট হয়েছে। ‘দাগি’ ও ‘জংলি’ সুপারহিট আর ‘চক্কর ৩০২’ হিট খেতাব পেয়েছে। ছবিগুলো মুক্তির মাত্র আড়াই মাসের মাথায় এবারের ঈদুল আজহা উপলক্ষে একসঙ্গে আসছে চরকি’তে। ওটিটি প্ল্যাটফর্মটি এই আয়োজনের নাম দিয়েছে ‘বিরাট গুরুর হাট’।

রোববার বিকেলে চরকির কার্যালয়ে ওটিটিতে ‘বরবাদ’ মুক্তি নিয়ে চুক্তি সই করেন ছবিটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি বলেন, ‘সবাই জানেন “বরবাদ” কেমন সাড়া ফেলেছে ও কেমন ব্যবসা করেছে। এটি ব্যবসাসফল একটি চলচ্চিত্র। দেশ-বিদেশের অনেক দর্শক “বরবাদ” দেখেছেন, আবার অনেকে এখনো দেখার সুযোগ পাননি। তারা এবার ছবিটি দেখতে পারবেন চরকিতে। এটি বর্তমানে বাংলা কনটেন্টের বৃহৎ ও জনপ্রিয় প্ল্যাটফর্ম। দেশ-বিদেশের দর্শকদের প্রতি চরকিতে “বরবাদ” দেখার আমন্ত্রণ রইলো।’

‘বরবাদ’ ছবির গানে শাকিব খান ও ইধিকা পাল। ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন্স

নবীন নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বরবাদ’ বাজিমাত করেছে। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ভারতের ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টচার্য। আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান।

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ছবির মাধ্যমে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন অভিনেতা আফরান নিশো। তিনি বলেন, ‘ঈদুল আজহায় প্রেক্ষাগৃহের আনন্দ পাওয়া যাবে ঘরে বসেই। কারণ “দাগি” আসছে চরকিতে। পরিবার নিয়ে ঘরে বসেই দেখতে পারেন ছবিটি।’

‘দাগি’র দৃশ্যে তমা মির্জা, আফরান নিশো ও সুনেরাহ বিনতে কামাল। ছবি: চরকি

‘দাগি’তে আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, মিলি বাশার, সামিউল হাফিজ, লুৎফর রহমান খান সীমান্ত।

পরিচালক শিহাব শাহীন মনে করেন, ‘রোজার ঈদের চার ব্যবসাসফল ছবির সুবাদে এবারের ঈদ চরকিময় হয়ে উঠবে! আমার বিশ্বাস, “দাগি” চরকির দর্শকদের ভালো লাগবে। যারা ছবিটি দেখতে পারেননি, তারা এবার সেই সুযোগ পাবেন।’

বড় পর্দায় দর্শকদের কাঁদিয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। এতে জনি ও পাখির সম্পর্কের রসায়ন দর্শকদের আবেগপ্রবণ করেছে। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি “জংলি”। তবে পুরোপুরি বাণিজ্যিক মোড়কে তৈরি হয়েছে এটি। ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে আনন্দে সময় কাটাতে “জংলি” ভালো উপকরণ হতে পারে। আমার বিশ্বাস, ছবিটি সবাইকে নতুন ভাবনার খোরাক জোগাবে। পারিবারিক সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হতে পারে আমাদের এই ছবি।’

‘জংলি’তে সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান, সুব্রত, সোহেল খান, এরফান মৃধা শিবলু, গুলশান আরা আহমেদ।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও শবনম বুবলী । ছবি: দি অভি কথাচিত্র

শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চক্কর ৩০২’ সম্পর্ক, জটিলতা আর রহস্যে ঘেরা। তিনি বলেন, ‘থ্রিলার ঘরানার ছবি এটি। এতে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশেছে। দেশ-বিদেশে মোশাররফ করিমের অনেক ভক্তই ছবিটি দেখতে মুখিয়ে আছেন। তারা নিজেদের আগ্রহের কথা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন। চরকির সুবাদে বলতে পারছি, তাদের অপেক্ষার অবসান হলো। ঈদুল আজহায় ঘরে বসে দেখা যাবে “চক্কর ৩০২”। আশা করি, সবাই ছবিটি দেখবেন ও কেমন লাগলো জানাবেন।’

‘চক্কর ৩০২’ ছবিতে পুলিশ কর্মকর্তা মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া আছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু, সারাহ আলম, গোলাম দস্তগীর শান, ফারজানা বুশরা, আরিয়ান সরোয়ার, জান্নাতুন নূর মুন, ডিকন নূর, শাহাদাত খান।

‘চক্কর ৩০২’ ছবির পোস্টার । ছবি: চরকি

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকরা আনন্দে থেকে ভালো সময় কাটাতে পরিবার-স্বজনদের নিয়ে ভালো চলচ্চিত্র দেখতে চায়। দর্শকদের চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকি পরিকল্পনা করেছে “বিরাট গুরুর হাট”। গেলো রোজার ঈদে যে চারটি ছবি নিয়ে দর্শকদের সবচেয়ে আগ্রহ ছিল, সবই এবার দেখা যাবে চরকিতে। দেশের অনেক জায়গাতেই এখন প্রেক্ষাগৃহ নেই কিংবা বন্ধ হয়ে গেছে। তাছাড়া সব ছবি সবখানে মুক্তি পায়নি। এসব কারণে অনেক দর্শক এসব ছবি দেখার সুযোগ পাননি। চরকিতে তারা এবারের ঈদুল আজহায় খুব সহজে ছবিগুলো দেখার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে চরকি শুরু থেকেই দেশের বাইরে বাংলা ভাষাভাষি মানুষদের দেশীয় ছবি দেখার সুযোগ করে দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়েছে। এবারের প্রয়াস সেটিরও অংশ। দেশ-বিদেশের দর্শকরা সবাই যেন ঘরে বসেই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেই ভাবনা থেকেই রোজার ঈদের ব্যবসাসফল ছবিগুলো চরকিতে দেখানোর আয়োজন করা হয়েছে।’

‘বিরাট গুরুর হাট’ আয়োজনের নামকরণ প্রসঙ্গে চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান– রোম্যান্স, থ্রিল, ড্রামা, অ্যাকশন ও অভিনয়ের গুরুরা একসঙ্গে থাকছেন চরকিতে। তাই এই প্রচারণার নাম রাখা হয়েছে ‘বিরাট গুরুর হাট’। চারটি চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাবে চরকি।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও তানিম নূরের ‘উৎসব’ ছবি দুটির সহ-প্রযোজক চরকি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *