শ্রীলংকার বিপক্ষে তানজিদ হাসান তামিমের ৭৩* রানের ইনিংসে ছক্কা ছিল ছয়টি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৬* রানের ইনিংসে পারভেজ হোসেন ইমন মারেন পাঁচ ছক্কা। এর আগে পাকিস্তান সফরে ৬৬ রানের ইনিংসে এই বাঁহাতি মারেন চারটা ছক্কা। তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির কথাই ভাবুন, ৯ ছক্কায় রীতিমতো উড়িয়ে দেন আরব আমিরাতকে। টি-টোয়েন্টির পাওয়ার হিটিংয়ে বাংলাদেশি ব্যাটারদের এই বিবর্তনের প্রমাণ ছোট্ট একটা রেকর্ডও। ২০২৫ সালে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা বাংলাদেশের।
অথচ বছর তিন-চারেক আগেও টি-টোয়েন্টি ক্রিকেটের এক্স-ফ্যাক্টর হয়ে ওঠা পাওয়ার হিটিংয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। ব্যাটারদের চার-ছক্কা মারার স্কিলসেট সেভাবে না থাকায় এর মাশুলও দিতে হয়েছে বছরের পর বছর। ভুগতে হয়েছে পাওয়ারপ্লে আর ডেথ ওভারের ব্যাটিংয়ে। যে কারণে অন্য দেশগুলো যেখানে প্রায় প্রতি ইনিংসেই ২০০ ছোঁয়া বা পেরোনো স্কোর করেছে, সেখানে বাংলাদেশের ইনিংস ঘুরপাক খেয়েছে ১৫০-১৬০ রানের মধ্যে।
এবার ব্যাটারদের এই পাওয়ার হিটিংয়ে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের আগে লিটন দাস-তানজিদ তামিমদের জন্য বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়ে আসছে বিসিবি। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের বদলে যাওয়া এপ্রোচ, পাওয়ার হিটিংয়ের বিচারে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যের কারিগর তিনি। ইংল্যান্ডের সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার কাজ করছেন আইপিএল, বিগ ব্যাশ, পিএসএলের মতো টুর্নামেন্টে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে। তাকে বিপিএলেও দেখা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্সের কোচিং প্যানেলে।
বিসিবির একটি সূত্র, জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছে, আগামী আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন উড। এশিয়া কাপের আগে আপাতত জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। জানা গেছে ৬ আগস্ট থেকে শুরু হবে লিটনদের প্রস্তুতি ক্যাম্প। অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম শনিবার জানান, ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়াতে ফাঁকা এই সূচিতে নেপাল বা নেদারল্যান্ডসের কোনো একটি দলের বিপক্ষে ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চান তারা। শেষ পর্যন্ত এই দুই দলের যেকোনো একটি সফরে আসলে উডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সম্ভাব্য এই সিরিজ।
উডের নিয়োগ নিয়ে বিসিবির এক পরিচালক ক্রিকবাজকে বলেন, ‘আমরা আশা করছি এশিয়া কাপ শুরুর আগে যে ক্যাম্পটা হবে সেখানেই উডকে পাব আমরা।’ এর আগে বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করা উড ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, সিমন্সের সাথে আমার কথা হয়েছে। আগস্টে তিন সপ্তাহের জন্য বাংলাদেশে থাকব। বিসিবির সাথে আমার কথা হয়েছে, তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। এশিয়া কাপ পর্যন্ত চুক্তি হয়েছে। এরপর কী হবে জানি না, বিসিবির ওপর নির্ভর করছে সব।’