জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয় কমিটি স্থগিত করেছে। একইসঙ্গে জেলা কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আদিল ও রাতুল হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ জুন সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর অনুমোদনে ঘোষিত মাদারীপুর জেলা ও সদর উপজেলা সমন্বয় কমিটি সংগঠনের নীতি-শৃঙ্খলা লঙ্ঘন করায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে উক্ত কমিটিগুলো স্থগিত করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে জেলা কমিটির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত এনসিপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচি, দায়িত্ব পালনে অবহেলা ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।