যশোরের বেনাপোলের ডুবপাড়া এলাকায় ঈদের দিন রাতে ককটেল হামলায় নিহত হয়েছেন ডুবপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হাই (৪৫)।
শনিবার রাত ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও তিনজন বিএনপি কর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকালে ঈদগাহ মাঠে নামাজের সময় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মীর উপস্থিতি নিয়ে বাকবিতণ্ডা হয় বিএনপি নেতা আব্দুল হাই, ওয়ার্ড সভাপতি ও কর্মী সাঈদের মধ্যে। পরে সালিশির সিদ্ধান্ত থাকলেও তার আগেই ঘটে ওই হামলার ঘটনা।
রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ভ্যানে থাকা আব্দুল হাই ও তার সঙ্গীদের ওপর মোটরসাইকেলে এসে ছয়-সাত জন সন্ত্রাসী পরপর ছয়টি ককটেল নিক্ষেপ করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুল হাই।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী কোনো অপরাধে জড়িত ছিলেন না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
ঘটনার পর ডুবপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার এসআই মামুন শেখ। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে, হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছেন।