ই-কমার্স প্রতারণার অন্যতম আলোচিত নাম ‘ই-অরেঞ্জ’-এর প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেপ্তার আমানুল্লাহ ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ই-অরেঞ্জ প্রতারণার মূলহোতা আমানুল্লাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন।

অভিযোগ রয়েছে, আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ১১শ’ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা রয়েছে। প্রতারণা মামলায় একাধিকবার তিনি জেল খাটলেও বর্তমানে জামিনে ছিলেন।
পুলিশ জানায়, ই-অরেঞ্জের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করতে আমানুল্লাহ পরিকল্পিতভাবে জেলে থাকতেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় তিনি তদন্তকারীদের নানাভাবে বিভ্রান্ত করতেন।
জানা যায়, যুবলীগ নেতা আমানুল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলা রয়েছে। এছাড়াও বিএনপির সমাবেশে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একাধিক মামলার পলাতক আসামি আমানুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।’