রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জমা দেওয়া আবেদনের ঘাটতি পূরণ করে অবশেষে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
এনসিপির সঙ্গে আরও ১৫টি দলও এই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা এনসিপিসহ ১৬টি দলের তালিকা করেছি। এখন মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে।’
এর আগে প্রাথমিক বাছাইয়ে কোনও দল উত্তীর্ণ না হওয়ায় সব দলকে ৩ আগস্ট পর্যন্ত সময় দিয়ে তথ্য ও ঘটতি পূরণ করতে বলেছিল ইসি। এরপর নির্ধারিত সময়ের মধ্যে এনসিপিসহ ৮০টি দল নিবন্ধন শর্ত পূরণের তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়।
রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেতে আবেদন করার সময় কিছু শর্ত পূরণ করতে হয়। আবেদন জমা পড়ার পর প্রাথমিকভাবে সেগুলো যাচাই করেন ইসির কর্মকর্তারা। আবেদনে তথ্যগত ঘাটতি বা কোনো ত্রুটি থাকলে, সেগুলো পূরণের জন্য দলগুলোকে সাধারণত ১৫ দিন সময় দেওয়া হয়।
ঘাটতি পূরণ করে জমা দেওয়ার পর আবার সব তথ্য ঠিক আছে কিনা তা মাঠপর্যায়ে যাচাই করা হয়।