ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো নিয়ে স্থানীয় সরকার বিভাগ এখনো আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে দাখিল করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাকের শপথ পড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তবে পরিস্থিতির পরিবর্তন ঘটে ২৫ মে, যখন ইশরাক হোসেন নিজেই শপথ গ্রহণে বিলম্বের অভিযোগ তুলে নতুন করে একটি রিট আবেদন করেন। এর পরদিন, ২৬ মে একজন নাগরিক হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।
ফলে বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার বিভাগ স্পষ্ট জানায়, আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত তারা শপথ কার্যক্রমে এগোবে না।
এর আগে হাইকোর্ট রায় দিয়েছিল, ২০২০ সালের নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বৈধভাবে বিজয়ী হলেও তার শপথ না নেওয়া নিয়ে দায় প্রশাসনের নয়। তবে ইশরাকের পক্ষ থেকে দাবি করা হয়, সরকার ইচ্ছাকৃতভাবে তাকে শপথ নিতে বাধা দিচ্ছে।
ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে টানা আটদিন নগর ভবন ও কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। এরমধ্যে আদালতে রায় তার পক্ষে এলে সে কর্মসূচি স্থাগিত করা হয়। পরে আবারও রিট হওয়ায় গত দুদিন ধরে তার সমর্থকরা আবারো নগর ভবনে অবস্থান নিয়েছেন।
এসব কর্মসূচিতে বিঘ্নিত হয় ঢাকা দক্ষিণ সিটির নাগরিক সেবা। এছাড়া আশেপাশের এলাকায় তীব্র যানজটে দেখা দেয় জনদুর্ভোগ।