ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের হাসপাতাল ক্ষতিগ্রস্ত, আহত ৬৫

1 Min Read
ইসরায়েলের সোরোকা হাসপাতাল থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। হামলার পর ইসরায়েলের সোরোকা হাসপাতাল থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৬৫ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘মূল লক্ষ্য’ ছিল দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র।

আইআরএনএ আরও বলেছে, এই ঘাঁটি বিরসেবা শহরের সোরোকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরোকা হাসপাতালে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিকমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্য ছিল, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর (আইডিএফ সি-৪আই) এবং গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি।’

বিবৃতিতে বলা হয়, ‘সামরিক অবকাঠামো ছিল এ হামলার অত্যন্ত নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তু।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *