ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

2 Min Read
নিহত রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। ছবি: দ্য মস্কো টাইমস্

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুদকভ ছিলেন রুশ নৌবাহিনীর উপপ্রধান এবং একইসঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী ১৫৫তম নৌবাহিনীর ব্রিগেড কমান্ডার। সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তার মৃত্যু হয়। যেখানে ইউক্রেন গত বছর বড় ধরনের অভিযান চালিয়েছিল।

২০২২ সালে পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া উচ্চপদস্থ রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম গুদকভ।

এক বিবৃতিতে গভর্নর কঝেমিয়াকো জানিয়েছেন, গুদকভ বীরত্বের জন্য পুরস্কৃত হয়েছিলেন। আমাদের মধ্যে বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল।

গুদকভকে “দৃঢ়চেতা যোদ্ধা” হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন।’

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ গভর্নর উল্লেখ করেননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও গুদকভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, কুরস্ক অঞ্চলে লড়াই চলাকালে তিনি নিহত হন। তবে ইউক্রেন এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুদকভকে রাশিয়ার নৌবাহিনীর উপকূলীয় ও স্থলবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন।

পুতিন তখন বলেছিলেন, ‘মন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফের মতে, আপনার অভিজ্ঞতা অন্যান্য ইউনিটের মাঝেও ছড়িয়ে দেওয়া জরুরি। তাই আপনার দায়িত্বের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গুদকভ ও তার নেতৃত্বাধীন ১৫৫তম ব্রিগেড ইউক্রেনে যুদ্ধাপরাধে জড়িত। কিয়েভের দাবি, যুদ্ধের শুরুর দিকে বুচা, ইরপিন ও গস্তোমেল শহরে বেসামরিক মানুষ হত্যায় এই ইউনিট সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *