ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে অর্থনৈতিক সংস্কার, দুর্নীতিরোধ এবং ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বৈঠকে অংশ নেন চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তীকালীন) ড. বার্ন্ড স্প্যানিয়ার এবং প্রথম সচিব (রাজনৈতিক) সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন খাত নিয়ে মতবিনিময় করা হয়। বিশেষভাবে অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, কীভাবে মধ্যস্বত্বভোগীরা ব্যবসায়িক সম্পর্ক ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।
এনসিপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের সহযোগিতা এবং বাংলাদেশের উন্নয়নে তাদের অব্যাহত অঙ্গীকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দলটি আশা প্রকাশ করে যে ভবিষ্যতেও এই অংশীদারিত্ব আরও জোরদার হবে।
বৈঠকে উভয় পক্ষ মিথ্যা তথ্য মোকাবিলা, দুর্নীতি হ্রাস এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।