পুরানো দেয়াল জুড়ে বিভিন্ন আঁকিবুকি। বিছানা চাদরবিহীন হাসপাতালের বেডে বসে আছেন আরিফিন শুভ। বেডের এক কোণায় বালিশ ও চাদর এলোমেলো করে রাখা। তার গায়ে রোগীর জামা, তাতে ময়লাভর্তি। হাতে একজন নারীর নষ্ট হয়ে যাওয়া ছবি। চোখে অসহায় চাহনি। ‘নূর’ ছবির পোস্টারে শুভর এ লুক দেখে তার কট্টর সমালোচকরাও প্রশংসায় ভাসিয়েছিলেন। সবার প্রত্যাশা ছিলে দারুণ একটি ছবি হতে যাচ্ছে। এর পিছনে আরেকটি কারণও ছিল শুভর পাশাপাশি ছবিটির পরিচালক হলেন রায়হান রাফী।
২০২১ সালের জুনে পাবনায় ছবিটির শুটিং হয়েছিল ছবিটির। কথা ছিলো ছবিটি এর পরের বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে। সে অনুযায়ী ছবিটির মূল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সেন্সর বোর্ডে জমা দেয় ছাড়পত্রের জন্য। কিন্তু সেন্সর বোর্ড আটকে দেয়। কোনো দৃশ্য, সংলাপ বা ছবির বিষয়বস্তুর জন্য আটকেনি ছবিটি। বোর্ড সদস্যরা তখন বলেছিলেন, ছবির গল্প তাদের ভালো লেগেছে। কিন্তু নির্মাণে কিছু ত্রুটি দেখা গেছে। বিশেষ করে সংলাপ অস্পষ্ট এবং রংবিন্যাস, দৃশ্য ও শব্দ সংযোজন সন্তোষজনক নয়। সবকিছু মিলিয়ে সেন্সরে জমা পড়া ছবিটি অসম্পূর্ণ মনে হয়েছে তাদের। যে কারণে টেকনিক্যাল বিষয়গুলো সংশোধন করে আবার নতুন করে ছবিটি জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। যদিও সে বছরের শেষে ছাড়পত্র পায় ছবিটি।
সেখান থেকেই ছবিটি নিয়ে জটিলতা শুরু। মাঝখান থেকে আরও তিন বছর চলে গেছে। ছবিটি মুক্তির কোনো আভাস পাচ্ছে না। যদিও বেশ কয়েকবার মুক্তির ব্যাপারে শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তবে বৃহস্পতিবার বিকেলে টাইমস অব বাংলাদেশকে ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘নূর’ নিয়ে সকল জটিলতা কেটে গেছে। শাপলা মিডিয়া থেকে ছবিটির মূল সত্ত্ব ইতোমধ্যে দেশের অন্য এক প্রযোজনা সংস্থা কিনে নিয়েছে। ছবিটি এ পূজাতে অর্থাৎ অক্টোবরে মুক্তি দিতে নতুন প্রযোজক। তবে সিনেমা হলে নাকি ওটিটিতে এ নিয়েই প্রযোজক-পরিচালকের মধ্যে মতবিরোধ চলছে।
প্রযোজক চাইছেন, ছবিটি যে অবস্থায় আছে সেভাবেই সিনেমা হলে মুক্তি দিতে। কিন্তু পরিচালক রাফি চাইছেন কিছু দৃশ্য রিশুট করতে। কিন্তু এতে রাজি নন প্রযোজক। তাই রাফি নাকি বলেছেন, তাহলে ওটিটিতে মুক্তি দিয়ে দেন। শেষ পর্যন্ত প্রযোজকও নাকি তা-ই ভাবছেন। তারা ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিনের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
এ ব্যাপারে রায়হান রাফির সঙ্গে কথা বলে টাইমস অব বাংলাদেশ। তিনি বলেন, ‘ওটিটিতেই মুক্তি দিবো—এ বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও কয়েকদিন সময় লাগবে।’
ছবিটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা ঐশী। এটি তাদের জুটির দ্বিতীয় ছবি। তাদের প্রথম ছবি ছিল সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’।
গেল ঈদে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ মুক্তি পায়। তার মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’ও ‘ঠিকানা বাংলাদেশ’