ঈদুল আজহায় ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি জুটির ‘টগর’। এ উপলক্ষে একে একে প্রকাশিত হচ্ছে ছবিটির টিজার ও গান। এগুলোতে তাদের রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করছে।
রোববার বিকেলে ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘ও সুন্দরী’ শিরোনামের একটি গান। এটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা। চমকপ্রদ ব্যাপার হলো, পর্দায় আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে ধরা দিয়েছেন দুই কণ্ঠশিল্পী।
এবারই প্রথম বড় পর্দার জন্য নিজের গাওয়া গানে নাচলেন ইমরান মাহমুদুল। এর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। আতিয়া আনিসার জন্য এটাই হতে যাচ্ছে বড় পর্দায় প্রথম উপস্থিতি। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

‘ও সুন্দরী’ প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচ পরিবেশন ছিল একইসঙ্গে চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর ব্যাপার। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া ও একই গানে পর্দা ভাগাভাগি করা খুব আনন্দের। ‘ও সুন্দরী’ দর্শক-শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

পূজা চেরির কাছে গানটির শুটিং ছিল মজার অভিজ্ঞতা। ইমরান ও আতিয়ার উপস্থিতি দর্শকদের কাছে চমক হিসেবে ভালো লাগবে বলে আশাবাদী তিনি। তার ভাষ্য, ‘ছবিটিতে কাজ করার অনুভূতি আমার কাছে খুবই স্পেশাল। এর গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’
আদর আজাদ মনে করেন ‘ও সুন্দরী’ গানটি দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে ‘টগর’ ছবির অন্যতম হাইলাইট হয়ে উঠবে। তার কথায়, ‘এখন পর্যন্ত এটি আমার ক্যারিয়ারের সেরা ছবি। এতে দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’

এর আগে প্রকাশিত হয়েছে ‘১০০% দেশি’ শিরোনামের একটি গান। এর তালে তালে প্রাণবন্ত ও ছন্দময় নৃত্যে নিজেদের উপস্থাপন করেছেন আদর-পূজা। তাদের সঙ্গে নাচে অংশ নেন ৭০ জনের বেশি পেশাদার নৃত্যশিল্পী। গানটি লিখেছেন ছবিটির প্রযোজক রণক ইকরাম। এতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়া। সুর ও গায়কীর সঙ্গে মিল রেখে দেশীয় উৎসবের রঙে চিত্রায়ন করা হয়েছে। দুটি গানেরই কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

গানের আগে ‘টগর’-এর ১ মিনিটের টিজার প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি ও প্রতিশোধের রূপরেখা। প্রেম ও রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় আদর আজাদ ও জয়িতা চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আলোক হাসান পরিচালিত ‘টগর’ ছবিতে আরও আছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।
পরিচালক আলোক হাসান বলেন, ‘এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতাসহ সবকিছু একসঙ্গে পাবেন।’

ছবিটির পোস্টারে দেখা যায়, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন আদর আজাদ। তার পেছনে পূজা চেরি– যার চোখে-মুখে ভয়, ভালোবাসা ও বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা ও কন্টেইনার ইয়ার্ডের দৃশ্য। ‘টগর’ পরিবেশনা করবে এআর মুভি নেটওয়ার্ক। ছবিটির অংশীদার হিসেবে আছে টাইগার মিডিয়া।