আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

টাইমস রিপোর্ট
2 Min Read
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ছবি: ফাইল ফটো

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।  বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, ‘পর্যবেক্ষণের জন্য ৩১৮ সংস্থার আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। সেগুলো যাচাই-বাছাই চলছে।’

ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’

রোডম্যাপে কী থাকবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘রোডম্যাপে কী কী থাকবে ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’

পরে নির্বাচনসহ নানা বিষয়ে বৈঠক হয় নির্বাচন কমিশনের।

বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাতীয় পার্টি।’

এ ছাড়া, সুষ্ঠু ভোটের জন্য দলটির বর্তমান সরকারের ওপর আস্থা আছে বলে জানান তিনি। এ সময় তিনি দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।

সাধারণত জাতীয় নির্বাচনের বেশ আগে একটি রোডম্যাপ ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত সেটাই থাকে এ রোডম্যাপে।

ইতোমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার প্রধানের কার্যালয়।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *