অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
শনিবার বিকালে হাসপাতালে যান তিনি। এ সময় তার সঙ্গে আরও ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু। এদিন সন্ধ্যায় বিএনপির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম গত বৃহস্পতিবার থেকে নিউমোনিয়া, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।