পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন অভিনেত্রী জয়া আহসান। এরমধ্যে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হন তিনি। এবার আসছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এতে মুখ্য চরিত্রে জয়ার পাশাপাশি ফিরছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা কৌশিক সেন। এছাড়া নতুন একটি চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশিস রায়।
বুধবার জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবিটির নাম জানিয়ে লিখেছেন, ‘কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমার পরবর্তী কাজ “আজও অর্ধাঙ্গিনী”। আগের ছবিতে শুভ্রা ও মেঘনার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন গল্প! আজ বদলে যাওয়া সময়ের ভুলভুলাইয়ায় আটকে গেছে দুই নারী! সুমন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবারও বড় পর্দায়! তবে দুই বছর পর সব একই থাকবে সেটা আশা করাটা কি ঠিক হবে?’

জানা গেছে, সম্প্রতি ছবিটির লুক টেস্টের জন্য কলকাতায় গিয়েছিলেন জয়া আহসান। সিক্যুয়েলে অভিনয় প্রসঙ্গে কলকাতার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভীষণ পরিণত একটি গল্প ছিল “অর্ধাঙ্গিনী”। এর সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য খুব আনন্দের। আগের ছবিটি দর্শকরা আপন করে নিয়েছিলেন। এবার তাদের সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের জন্য চ্যালেঞ্জ।’
দর্শকদের ভালোবাসার মর্যাদা রাখতে পারার বিষয়ে একই অভিমত চূর্ণীর। তার কথায়, ‘একটি সফল ছবির পরের অংশ সবসময়ই কঠিন। কারণ সকলের প্রত্যাশা বেড়ে গেছে।’
কলকাতার ওই সংবাদমাধ্যমকে নিজের চরিত্রের ব্যাখ্যায় চূর্ণী বলেন, ‘শুভ্রা আগের চেয়ে মানসিকভাবে আরও পরিণত। তার একা থাকার অভ্যেস তৈরি হয়েছে। কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা সকলকে ফের এক জায়গায় নিয়ে আসে।’

২০২৩ সালের ২ জুন মুক্তি পায় ‘অর্ধাঙ্গিনী’। সুমনের (কৌশিক সেন) অসুস্থতাকে কেন্দ্র করে তার প্রাক্তন স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) আলাপ ও টানাপড়েন ঘিরে চলেছিল আগের কাহিনি। শেষের দিকে পরিচালক কৌশিক গাঙ্গুলী চমক দিয়েছিলেন। সেই জায়গা থেকেই শুরু হচ্ছে নতুন কাহিনী। আগের ঘটনার বছর দুয়েক পর থেকে শুরু হচ্ছে নতুন গল্প। একটি বিয়েকে কেন্দ্র করে তিন প্রধান চরিত্র আবারও মুখোমুখি হয়। পুরনো না জানা কথা সামনে আসে। মেঘনার সন্তান টিকলি একটু বড় হয়েছে। কিন্তু সে যে সুমনের সন্তান নয়, সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। বাচ্চাটিকে কেন্দ্র করেই একটি সংকট তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবারও মিলে যায়।

পরিচালক কৌশিক গাঙ্গুলী ভারতীয় সংবাদমাধ্যমকে জানান– যেকোনো গল্প কতদূর যেতে পারে, সেটি নির্মাতার মাথায় বরাবরই থাকে। তবে ‘অর্ধাঙ্গিনী’ সফল না হলে হয়তো সেই ভাবনা বাস্তব রূপ পেতো না। আগের ছবি সফল হওয়ায় অন্তত দুই বছর বিরতি দিয়ে সিক্যুয়েল তৈরির মনস্থির করেন তিনি।
‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হবে জুন মাসের মাঝামাঝি। চিত্রগ্রহণ করবেন গোপী ভগত। গানের সুর ও সংগীত পরিচালনায় অনুপম রায়। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

এদিকে আসন্ন ঈদুল আজহায় দেশে জয়া আহসান অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির মিছিলে রয়েছে। এরমধ্যে ‘তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এর অফিসিয়াল পোস্টারে জয়ার সামনে আছে শাকিব খানের ছবি। দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে বড় পর্দায় তাণ্ডব তুলতে আসছেন তারা। বুধবার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে প্রকাশিত হয়েছে ছবিটির টাইটেল গান।

ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পাবে জয়ার আরেক ছবি ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। প্রযোজনায় ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি, সহযোগী প্রযোজনায় লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন।

দেশে জয়া আহসানের সর্বশেষ ছবি ‘জয়া আর শারমিন’ গত ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে। পিপলু আর খানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন মহসীনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী।
ওটিটিতে জয়াকে সর্বশেষ হইচইয়ের ‘জিম্মি’ ওয়েব সিরিজে দেখা গেছে। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। এতে জয়ার সহশিল্পী ছিলেন ইরেশ যাকের ও শাহরিয়ার নাজিম জয়।