অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে চীন: বিএনপি

টাইমস রিপোর্ট
1 Min Read
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক। ছবি: সংগৃহীত
Highlights
  • প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একইসঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি।

মঙ্গলবার চীনে বিএনপি প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এই প্রত্যাশার কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন।

বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়াসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বানও জানান মির্জা ফখরুল।

বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল বলেও জানান বিএনপি নেতারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *