অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে মানবাধিকার কর্মী সি আর আবরার

Amlan Dewan
1 Min Read
শিক্ষ উপদেষ্টা সি আর আবরার। ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একটি নতুন সদস্য যুক্ত হচ্ছে। বুধবার তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

সূত্রের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং মানবাধিকার কর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন। বর্তমানে শিক্ষাগত এবং পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, আগামীকাল (বুধবার) নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে পরিচিত এবং বাংলাদেশে তার উল্লেখযোগ্য কর্ম এবং গবেষণা রয়েছে। আশা করা হচ্ছে, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম দেখবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

মূলত, সম্প্রতি, ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মাহফুজ আলম। এবার নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হচ্ছেন আরেকজন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলশ্রুতিতে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমানে এই সরকারের উপদেষ্টার সংখ্যা ২১।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *