অদম্য লিতুন: মুখ দিয়ে লিখে পেয়েছেন জিপিএ-৫

1 Min Read
অদম্য ইচ্ছাশক্তিতে বলীয়ান মেধাবী এ শিক্ষার্থী একের পর এক পরীক্ষায় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ছবি: টাইমস

যশোরের মণিরামপুরে হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরা এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন।

অদম্য মেধা আর ইচ্ছাশক্তির এই প্রতীক লিতুন উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর আনন্দে আত্মহারা লিতুনের পরিবার। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করে তারা জানিয়েছেন মেয়ের ভবিষ্যৎ স্বপ্নের কথা- চিকিৎসক হওয়া।

শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও পেয়েছেন কৃতিত্ব। পেয়েছেন প্রাথমিক বৃত্তি, হয়েছেন শ্রেণির সেরা শিক্ষার্থী, অংশ নিয়েছেন সাংস্কৃতিক চর্চায়ও। জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রমেও অর্জন করেছেন স্বীকৃতি।

বাবা- মায়ের সাথে লিতুন জিরা। ছবি: টাইমস

জানা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে পরপর দু’বছর তিনি উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। একই সময়ে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেন। ২০২৪ সালের ৪ জানুয়ারি তিনি গান গাওয়ার সুযোগ পান খুলনা বেতারে।

লিতুনের মা জাহানারা বেগম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘জন্মের পর মেয়ের ভবিষ্যৎ চিন্তায় কত রাত যে চোখের পানি ফেলেছি! ভাবতাম, যার হাত-পা নেই, সে ভবিষ্যতে কীভাবে বাঁচবে, কী-ই বা করতে পারবে!’

লিতুনের বাবা কলেজশিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘আমার মেয়ের স্বপ্ন চিকিৎসক হওয়া। তার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *