রোকেয়া বিশ্ববিদ্য্যালয় ছাত্র সংসদ (বেরোবিকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ৫৯ ঘণ্টার মাথায় প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও শিক্ষকদের প্রতিশ্রুতিতে তারা অনশন ভঙ্গ করেন।
প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো দিন ছাত্র সংসদ নির্বাচন হবে।
মঙ্গলবার রাত সোয়া ১০টায় অডিও কলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন বেরোবিকসু খসরা আইন চুড়ান্ত কমিটির প্রধান ইউজিসি সদস্য প্রফেসর তানজিম উদ্দিন খান।
এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির কথা শোনেন। পরে শিক্ষার্থীদের জানান, তারা বৃহস্পতিবার বৈঠক করে ছাত্র সংসদ আইনটির খসরা চুড়ান্ত করে তা বেরোবি আইনে সংযুক্ত করতে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। এরপরই সেটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার।
তিনি বলেন, ‘মূলত যে সময় লাগছে সেটা হলো নির্ভুল আইন করা; যাতে পরবর্তী সরকার এসে কোনো ভুল ধরতে না পারে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান। তার কথায় আস্বস্ত হয়ে শিক্ষার্থীরা আমরণ অনশন থেকে সরে আসেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী শিক্ষার্থীদের ডাব খাইয়ে অনশন ভাঙান। শিক্ষার্থীরাও ভিসিকে ডাব খাওয়ান।
পরে ভিসি এম শওকাত আলী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, ‘প্রজ্ঞাপন আসা মাত্রই নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করে তফসিল ঘোষণা করা হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যেই বেরোবিকসু নির্বাচনের সকল কাজ সম্পন্ন হবে। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যেই যেকোনো দিন হবে ভোটগ্রহণ’
আন্দোলনকারী টিপ্রল ই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, ‘আমাদের আর কোনো উপায় ছিল না। সে কারণে আমরণ অনশনে বসি। আমরা চেয়েছি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে না ফিরুক। শিক্ষার্থীদের সব কথা নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের সঙ্গে দরকারি দর কষাকষি হোক। ৬০ ঘণ্টা পর ইউজিসি আমাদের দাবি মেনে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা কৃতজ্ঞ।’
আন্দোলনকারী খোকন ইসলাম বলেন, ‘ষড়যন্ত্র এবং আন্দোলন বানচালের চেষ্টা সত্ত্বেও দাবি আদায়ে সবাই ঐক্যবদ্ধ থাকার কারণে আমাদের আন্দোলন সফল হয়েছে।’
রোববার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪ জন। এর আগে দাবি আদায়ে গত তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।