সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তা (পার্সোনাল অফিসার) এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার তাকে ঘোরাঘুরি করতে দেখে বিক্ষুদ্ধ জনতা আটক করে। পরে তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হামলার মামলা রয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান ধানমন্ডি সেন্ট্রাল রোড ও ল্যাবএইড হাসপাতালের সামনে অবস্থান করছেন জানতে পেরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। প্রথমে তিনি পরিচয় গোপনের চেষ্টা করেন। পরে বিক্ষুদ্ধ জনতার চাপে স্বীকার করেন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক পিও।
সম্প্রতি ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বৈঠকে মিজান আশ্বস্ত করেন ঢাকায় দলের পক্ষে বড় ধরণের জমায়েতের ব্যবস্থা করবেন। ধানমন্ডিসহ আশেপাশের এলাকায় ঝটিকা মিছিল করার কথাও তিনি জানান।