বছর তিনেক আগেও শাকিব খান সর্বোচ্চ ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন, আর এখন পারিশ্রমিক হাঁকছেন ৩ কোটি। তবে ৬ গুন পারিশ্রমিক চাইছেন তিনি নিজের গুণেই। কারণ তিনিই একমাত্র নায়ক, যিনি শত কোটির ব্যবসা দিচ্ছেন ইন্ডাস্ট্রিকে।
জানা যায়, ঢালিউড তারকা শাকিব খান ‘প্রিয়তমা’ সিনেমাটি ‘ সুপার হিট’ হতেই পারিশ্রমিক বাড়িয়ে দেন। সবশেষ ‘বরবাদ’-এ তার পারিশ্রমিক ছিল ১ কোটি ২০ লাখ টাকা। সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পর ভালো ব্যবসা করেছে আরেক সিনেমা ‘তাণ্ডব’। দুটি সিনেমা মিলিয়ে তিনি দুই ঈদে ১০০ কোটি টাকার ব্যবসা দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। বলা যায় ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন শাকিব খান। আর তাতেই তিনি পারিশ্রমিক হাঁকছেন আকাশচুম্বী।
নতুন একটি চলচ্চিত্রের জন্য শাকিব খান ৩ কোটি টাকা পারিশ্রমিক হাঁকছেন বলে জানা গেছে। আবু হায়াত মাহমুদ তাকে নিয়ে ‘দানব’ নামে একটি সিনেমা করতে চাচ্ছেন। আগামী রোজার ঈদকে টার্গেট করে নির্মাণ হতে যাওয়া সিনেমাটিতে শাকিব ২ জুলাই রাতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার জন্যই এমন পারিশ্রমিক চেয়েছেন তিনি।
পরিচালক আবু হায়াত মাহমুদ টাইমস অব বাংলাদেশের কাছে শাকিবকে নিয়ে নতুন সিনেমার কাজ করার ব্যাপারটি স্বীকার করেছেন। তবে তিনি শাকিবের পারিশ্রমিক দাবির বিষয়টি স্বীকার করেননি।
তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে কাজ করছি এতটুকু বলতে পারি। চূড়ান্তভাবে বলতে পারবো গল্প ঠিক হলে। প্রতিনিয়তই তার সঙ্গে গল্প নিয়ে কথা হচ্ছে। এ মুহূর্ত পর্যন্ত গল্প একটা জায়গায় আমরা দাঁড় করাতে পেরেছি। সবকিছু ঠিক হলে সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত জানাবো।’
জানা গেছে, নতুন সিনেমার ‘দানব’ নামটি শাকিব পছন্দ করছেন না। যার কারণে শেষ পর্যন্ত এ নামটি নাও থাকতে পারে।
কলকাতার অভিনেত্রী মধুরিমাসহ মোট তিন জন নায়িকা থাকার কথা সিনেমাটিতে। তবে মধুরিমা কিংবা অন্য নায়িকাদের কেউই চূড়ান্ত নন বলে জানা গেছে। সিনেমাটি প্রযোজনা করবে ক্রিয়েটিভ ল্যান্ড।