২০২৪-২৫ মৌসুমের শেষ ম্যাচটা যেন বার্সেলোনার জন্য হয়ে রইল উৎসবমুখর বিদায়ী আয়োজন। সান মামেসে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে কাতালান জায়ান্টরা কেবল জয় দিয়েই মৌসুম শেষ করল না, বরং নিশ্চিত করল ঘরোয়া ট্রেবল — লা লিগা, কোপা দেল রে এবং সুপারকোপা, সবই গেল তাদের ঘরে।
ম্যাচের মূল মঞ্চে ছিলেন রবার্ট লেওয়ানডোস্কি। প্রথম ২০ মিনিটেই জোড়া গোল করে তিনি বার্সেলোনার জার্সিতে নিজের শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। প্রথমটি আসে ১৪ মিনিটে, বক্সের কিনারা থেকে গোলরক্ষককে ঠান্ডা মাথায় চিপ করে বল জালে জড়ান পোলিশ ফরোয়ার্ড। এরপর ১৭ মিনিটে কর্নার থেকে প্রতিপক্ষের সাফ করা বল পেয়ে পোস্টের একেবারে পেছনে ফাঁকায় দাঁড়িয়ে করেন ১০১তম গোল।
দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও বার্সা নিয়ন্ত্রণ হারায়নি। ৮৮ মিনিটে ড্যানি ওলমো পেনাল্টি আদায় করে নিজেই গোল করলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
এই জয়ে বার্সেলোনা নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম মৌসুমেই ঘরোয়া শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। আর লেওয়ানডোস্কির মতো অভিজ্ঞ তারকা দেখালেন, বয়স যতই হোক, শিরোপা নির্ধারণী মুহূর্তে তিনিই এখনো সেরা অস্ত্র।
আগামী মৌসুমে ইউরোপিয়ান চ্যালেঞ্জের দিকে চোখ বার্সার। তবে তার আগে, এই জয় নিঃসন্দেহে কাতালান শিবিরে আত্মবিশ্বাসের বারুদের মতো কাজ করবে।