পার্বত্য জেলা বান্দরবানের রুমা পাইন্দু পাড়ায় পঞ্চম শ্রেনী পড়ুয়া এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা এবং উ হাই সিং মারমা নামক ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জেলার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, অভিযান এখনও চলমান আছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ৮ আগস্ট ক্য হ্লা ওয়ং, ক্য ওয়ং সাই, চ হাই, উ হাই সিং এবং ক্য সাই ওয়ং নামের অভিযুক্ত ৫ যুবক সংঘবদ্ধভাবে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। ওই ঘটনা ফাঁস করার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে পরে একাধিকবার ধর্ষণ করা হয়।
ওই ঘটনা জানাজানি হলে মৌজা হেডম্যান মং চ উ মারমা মঙ্গলবার সকালে সামাজিক বিচার বসান। সেখানে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ওই ঘটনার মীমাংসা করে দেন। এ সময় সেখানে পাড়ার কার্বারী থোয়াইসা মারমা এবং ইউপি সদস্য গংবাসে মারমা উপস্থিত ছিলেন।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
স্থানীয়রা বলছেন, পাহাড়ি যুবকেরা ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন, এক দশক আগেও এমনটা দেখা যায়নি। তবে গত কয়েক বছরে এমন ঘটনার খবর মিলছে।
সবশেষ খবর অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের রুমা থানায় নেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।