সারাদেশে একযোগে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শুরু করেছে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট ছয় দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ‘ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের’ শিক্ষার্থীর মানববন্ধনে যোগ দেন।
কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে ‘লাল কাপড়’ দিয়ে প্রতীকীভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি, ‘জনদুর্ভোগ সৃষ্টি না করে’ সড়কের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের কাছে তাদের ছয় দফা দাবি না মানা পর্যন্ত ‘লাগাতার আন্দোলন’ চলবে।
এর আগে, কারিগরি শিক্ষায় বৈষম্য, নিয়োগ অনিয়ম ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে দীর্ঘ বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তবে সেই বৈঠকে সন্তুষ্ট না হয়ে শুক্রবারের ওই কর্মসূচি ঘোষণা করেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাসহ সারাদেশে মশাল মিছিলও করেন তারা।
বুধবারও (১৬ এপ্রিল) সকাল থেকে ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ দিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করাসহ বিভিন্ন বিষয়। বুধবারের কর্মসূচিতে বাধা দেয়া ও লাঠিচার্জের বিচারও যোগ হয়েছে ৬ দফা দাবির সঙ্গে।