ম্যাচ হেরেও আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

টাইমস স্পোর্টস
3 Min Read
বাহরাইনের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ছবি: বাফুফে

বাহরাইনে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন। ক্লোজড ডোর বা দর্শকশূন্য পরিবেশে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে পরাজয়ের মাঝেও খেলোয়াড়দের কণ্ঠে শোনা গেছে ইতিবাচক সুর, শেখার জায়গাগুলো খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য।

আগামী বছরের শুরুতে সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের আসর। তার আগে বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। নিয়ম অনুযায়ী ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ দল পাবে মূলপর্বের টিকিট। তাই ভিয়েতনামে কঠিন চ্যালেঞ্জের জন্য লাল-সবুজদের প্রস্তুতি একেবারেই অন্য রকম।

বাংলাদেশ দল ১৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত থাকছে বাহরাইনে। এ সময় তারা বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটিতে হেরে গেলেও এখনও হাতে আছে আরও একটি ম্যাচ। সেই ম্যাচ দিয়েই নিজেদের ভুল শুধরে নেওয়ার আশা করছে দল।

ম্যাচ শেষে ফরোয়ার্ড মিরাজুল ইসলাম জানান, ‘আমরা বেশ ভালো ম্যাচ খেলেছি তবে আমাদের খেলায় বেশ কিছু ভুল ছিল যা কোচ আমাদের বুঝিয়ে দেবেন। আশা করি আগামী ম্যাচে তা ঠিক করে মাঠে নামতে পারব।’

নিজের মন্তব্যে তিনি আরও যোগ করেন, কোচ সাইফুল বারি টিটু তাদের পারফরম্যান্সে খুশি এবং এসব প্রস্তুতি ম্যাচ বাছাইপর্বের আগে দলের জন্য সহায়ক হবে। ‘ভিয়েতনামের বাছাইপর্ব নিয়ে আমাদের একটি লক্ষ্য রয়েছে। আমরা ২২ তারিখের ম্যাচ দিয়ে নিজেদের আরও ভালোভাবে ঝালাই করতে চাই এবং ভিয়েতনামে সেটার প্রতিফলন দেখাতে চাই।’ বলেন মিরাজ।

সহকারী কোচ হাসান আল মামুনও ম্যাচ নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘আমরা চেষ্টা করেছি আজকের ম্যাচে সকলকে বাজিয়ে দেখতে, সবার খেলা দেখতে আমরা সফল হয়েছি। আমরা একটি পরিকল্পনা করেছি, সে অনুযায়ী এগোচ্ছি। যেহেতু সবাইকে দেখে নিয়েছি, তাই দুর্বলতার জায়গাগুলো খুঁজে এখন আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি সামনে আরও ভালো করব। আজকের পারফর্মেন্সে আমি যথেষ্ট খুশি।’

এই ম্যাচে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছে দুজন বংশদ্ভূত তরুণের। লেফট-ব্যাক জায়ান আহমেদ প্রথমবার শুরুর একাদশে মাঠে নামেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলার সুযোগ পান তানিল সালিক। অভিষেক ম্যাচে দারুণ উৎসাহ নিয়ে খেলেছেন তারা।

ম্যাচ শেষে জায়ান বলেন, ‘আসসালামু আলাইকুম, বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা বেশ ভালো করেছি। আমাদের ৩-৪টা খুব ভালো সুযোগ ছিল। ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। আমাদের স্কোয়াড ভালো, সবাই অনেক কষ্ট করছে। অভিষেক ম্যাচ হিসেবে আমি নিজেকে ১০-এ ৭.৫ দিব। হয়তো একটা এসিস্টও করতে পারতাম। আর পুরো দলের পারফরম্যান্সকে আমি ১০-এ ৮ দিব।’

আগামী ২২ আগস্ট বাহরাইনের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যেই কোচ টিটু ও তার সহকারীরা খেলোয়াড়দের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এরপর ২৯ আগস্ট বাংলাদেশ দল যাবে সরাসরি ভিয়েতনামে। যেখানে অপেক্ষা করছে আসল লড়াই, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *