দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের ছবি মানেই রেকর্ডের ছড়াছড়ি। তার নতুন ছবি ‘কুলি’-তে এর ব্যতিক্রম হয়নি। ১৪ আগস্ট ছবিটি মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়ে বিশাল অংকের টাকা আয় করেছে। বড় বাজেটের এ সিনেমা হলে আসার আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।
পিঙ্কভিলার তথ্য অনুসারে, রজনীকান্তের ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩৭৫ কোটি রুপি। ইতোমধ্যে আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির আন্তর্জাতিক স্বত্ব ৬৮ কোটি রুপিতে বিক্রি হয়েছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমা তামিল চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে জায়গা করে নিয়েছে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। তার চরিত্রটি রহস্যেঘেরা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট, চার্লি প্রমুখ। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।