মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে। দীর্ঘ ১৭ বছর ধরে বর্ষায় এমন ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
স্থানীয়দের অভিযোগ, মাঠ থেকে পানি বের হওয়ার কোনো ড্রেন নেই। চলতি অর্থবছরে জলাবদ্ধতা নিরসনে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় ৪৬ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু মাত্র কয়েক ট্রাক মাটি ফেলে কাজ থামিয়ে দেন ২ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য শাজাহান মোল্লা। ফলে বর্ষায়ও পানি জমে থাকে মাঠে, ক্লাসে যেতে হয় হাঁটু পানি পেরিয়ে।
স্থানীয় বাসিন্দা শামিম মোল্লা বলেন, ‘গেল ১৭ বছরে এ বিদ্যালয়ে কোনো উন্নয়ন হয়নি। পানি নিষ্কাশনের জন্য প্রায় ৪৬ হাজার টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান মোল্লা অনিয়ম করে কাজ শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়েছেন।’ দ্রুত সমাধান না হলে দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রানী সরকার বলেন, ১৮১ জন শিক্ষার্থী রয়েছে এখানে। ‘বৃষ্টি হলেই মাঠে পানি জমে। স্থানীয় মেম্বার চার ট্রাক মাটি ফেলেছেন। বরাদ্দ পেলে আবার মাটি ফেলা হবে। মাঠে পাইপও লাগানো হয়েছে।’
হরগজ ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন বলেন, কাজটি সঠিকভাবে শেষ হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।