পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

টাইমস রিপোর্ট
1 Min Read
মৌসুমী বায়ুর প্রভাবে বেড়েছে বৃষ্টিপাত। রাজধানীর মতিঝিল থেকে তোলা ছবি: বায়েজীদ আকতার/টাইমস
Highlights
  • আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। যার ফলে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও এসময় সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আরও জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রাজধানী ঢাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *