গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুস্তি খেলা।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে শনিবার বিকালে অনন্তপুর খেলার মাঠে এই কুস্তি খেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থান থেকে আসা কুস্তিগীরদের অংশগ্রহণে তাদের খেলা দেখতে মাঠে ভিড় জমান হাজারো মানুষ।
খেলা শেষে বিজয়ী কুস্তিগীরদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক মো. আনোয়ারুল হক।
৭ নং কাইলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাজ সুজাত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।
এ সময় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে উপস্থিত ছিলেন।