দুই মাঠে এক ম্যাচ! সাফ নারী টুর্নামেন্টে নজিরবিহীন ঘটনা

টাইমস স্পোর্টস
1 Min Read
কর্দমাক্ত মাঠে খেলা নিয়ে সমস্যায় ভুগছে দুই দল। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা।
বাংলাদেশ-ভুটান ম্যাচের প্রথমার্ধ হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনার মূল মাঠে, আর দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হলো পাশের অনুশীলন মাঠে! আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে দুই ভেন্যু—বাংলাদেশে তো নেই-ই, বিশ্ব ফুটবলেও এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল।
আজ (সোমবার) বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু এরপর বৃষ্টির দাপটে মাঠ কাদা হয়ে পড়ে খেলার অযোগ্য। দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা আর মাঠকর্মীদের চেষ্টা সত্ত্বেও মাঠ খেলার উপযোগী হয়নি।
অবশেষে দুই দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়—দ্বিতীয়ার্ধ খেলানো হবে পাশের টার্ফের অনুশীলন মাঠে। সন্ধ্যা পৌনে ৭টায় আবার শুরু হয় ম্যাচ।
প্রসঙ্গত, বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠটি বিশ্বমানের টার্ফ দিয়ে তৈরি, যেখানে আগেও অস্ট্রেলিয়ার মতো দল অনুশীলন করেছে। তবে এই সিদ্ধান্ত নজিরবিহীনই।
বর্ষাকালে প্রতিদিনের বৃষ্টিতে মূল মাঠ কাদায় ভরে যাচ্ছে। এতে বাড়ছে খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি। কাদা জমা মাঠে চলাফেরাই কঠিন, খেলা তো অনেক দূরের কথা। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত হয়তো বিতর্ক তৈরি করবে, তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করাই আপাতত সবচেয়ে জরুরি।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *