জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনাল-৩ গঠনের চিন্তা

টাইমস রিপোর্ট
2 Min Read
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ফাইল ফটো
Highlights
  • ‘জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ, যেখানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন, তার বিচার অপরিহার্য ও অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি,’

জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারকাজ দ্রুত শেষ করতে তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। আমরা এমনকি এটাও চিন্তা করছি, এখন টিনশেডটা খালি হয়ে গেলে আন্তর্জাতিক অপরাধ আদালত-৩ গঠনও করতে পারি।’

‘যদি আমরা ট্রাইব্যুনাল-৩ করতে পারি তাহলে অন্যান্য যে মানবতাবিরোধী অপরাধ, আছে যেমন গুম বা অন্যান্য অপরাধ, আমরা সে সব মামলার বিচারকার্য দ্রুততর করতে পারব,’ বলেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: টাইমস

দ্রুত বিচারকার্যের ব্যাপারে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা বিচারকার্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটি শুধু আইন মন্ত্রণালয় নয়—পূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানই এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

‘আজ দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সেটি আবারও প্রমাণিত হলো,’ উল্লেখ করেন আসিফ নজরুল।

তিনি আরও বলেন, ‘আমাদের তদন্ত টিম, প্রসিকিউশন টিম, বিচারকরা ‘রাউন্ড দ্য ক্লক’ প্রতিশ্রুতি ও প্রচণ্ড পরিশ্রম দিয়ে কাজ করছেন। গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ ও সচিব আমাদের অকুন্ঠ সহযোগিতা করছেন।’

‘দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার সুপ্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ, যেখানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতা নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছেন, তার বিচার অপরিহার্য ও অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি,’ যোগ করেন উপদেষ্ট।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচারকাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে থাকা বেশ কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *