জামালপুরে বিএনপির বিদ্রোহী গ্রুপের আংশিক হরতাল পালন

টাইমস ন্যাশনাল
1 Min Read
জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

জামালপুরে জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে শহরের তমালতলা থেকে বকুলতলা পর্যন্ত এলাকায় হরতাল পালন করেছে সংগঠনটির একাংশের বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী। জেলা শহরে এ হরতাল ডাকলেও বুধবার সকালে শুধুমাত্র শহরের কিছু অংশে তারা তা পালন করেছেন।

জানা গেছে, ২৩ আগস্ট জামালপুরে বিএনপির সম্মেলন অনুষ্ঠানের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সংগঠনটির একাংশ। যে কারণে কিছু নেতাকর্মী ওই সম্মেলন স্থগিতের দাবিতে জেলা শহরে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান করেন।

বিএনপির বিদ্রোহী গ্রুপের হরতাল
জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে একাংশের ডাকা হরতালে কড়া নিরাপত্তা প্রহরা। ছবি: টাইমস

বিএনপির একাংশের ডাকা ওই হরতালের সমর্থনে শহরের বকুলতলা থেকে সকাল বাজার হয়ে তমালতলা পর্যন্ত এলাকায় এদিন সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং শহরের সকাল বাজার সড়কে অবস্থান কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, মাহাবুবুর রহমান জিলানী, বাবু বিষ্ণ চন্দ্র মন্ডলত, ছাত্রদল নেতা রানা ম্যানশন প্রমুখ।

এ সময় এলাকার সব দোকানপাট বন্ধ ছিল, সড়কটিতে কোনো যানবাহন চলেনি।  খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা বাজার এলাকায় এসে অবস্থান নিলে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

শহরের বাকি এলাকায় দোকানপাট খোলা ছিল এবং যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *