ছায়ানটের বর্ষবরণ: ‘আমার মুক্তি আলোয় আলোয়’

টাইমস রিপোর্ট
2 Min Read
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) খায়রুল আনাম শাকিল, ডা. সারওয়ার আলী ও লাইসা আহমদ লিসা । ছবি: সংগৃহীত

ঢাকার রমনা উদ্যানে বাংলা ১৪৩২ বর্ষবরণ উদযাপন করবে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সংগঠনের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এটি হবে ছায়ানট আয়োজিত বর্ষবরণের ৫৮তম আয়োজন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে বর্ষবরণের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বরাবরের মতো এবারও নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে অনুষ্ঠান সাজানো হচ্ছে। সবমিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানাবে ছায়ানট।

আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে ভোর ৬টা ১৫ মিনিটে ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানাবে ছায়ানট।

প্রভাতী আয়োজনে থাকছে ৯টি সম্মিলিত ও ১২টি একক গান এবং তিনটি পাঠ। সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী অংশ নেবেন এই আয়োজনে। মঞ্চসহ সার্বিক সাজসজ্জা পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।

তারা বলেন, ‘বাংলা নববর্ষ ১৪৩২ বরণের সময় আসন্ন। বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এদেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবুও আমরা আশাহত হই না, দিশা হারাই না। স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসাথে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। সার্থক হবেই হবে, মানুষ-দেশ, এ পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র।’

ছায়ানট জানিয়েছে, রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন তাদের ইউটিউব চ্যানেল (youtube.com/@chhayanautbd) ও ফেসবুক পেজে (facebook.com/chhayanautbd) সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি বিটিভিও সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *