চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে মারধর করা হয়েছে। ঘটনাস্থলেই রিহান মহিন (১৫) নামে এক কিশোর মারা যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ববিরোধের জের ধরে চোর সন্দেহের নাটক সাজিয়ে তাদের পেটানো হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিহান একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর তার তিন বন্ধুসহ মধ্যরাতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পরে চোর সন্দেহে ‘মব’ তৈরি করে তাদের মারধর করা হয়। এ ঘটনায় রিহানের দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। দুপুরে ময়নাতদন্তের জন্য রিহানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘ওই তিন কিশোর নগরে বেড়াতে গিয়েছিল। মধ্যরাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’
‘একই গ্রামের যুবকরা হামলা চালিয়েছে। এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়ত কোনো পূর্ববিরোধ থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে’- যোগ করেন তিনি।