চলছে বিসিবির ৪০ এজেন্ডার বোর্ড সভা

টাইমস স্পোর্টস
1 Min Read
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (মাঝে)। ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর তৃতীয় বোর্ড সভায় বসছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার বিকেল ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হয়েছে এই সভা। সহ-সভাপতি ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ছাড়া বাকি সকল পরিচালকই উপস্থিত আছেন সভায়। বর্তমানে জাতীয় দলের সাথে শ্রীলংকায় অবস্থান করছেন এই পরিচালক। দেশে ফিরবেন আগামী ২ জুলাই শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের পর। বিসিবি সূত্রে জানা গেছে, ৪০টি এজেন্ডা নিয়ে চলছে বোর্ড পরিচালকদের সভা।

সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এর আগে দুটি বোর্ড সভা করেছেন বুলবুল। এবারের বোর্ড সভা থেকেও আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষত আগামী বিপিএলের সময় নির্ধারণ, স্ট্যান্ডিং কমিটির পর্যালোচনা, নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার প্রক্রিয়া ও নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও আলোচনা হতে পারে পরিচালনা পর্ষদের সভায়।

এছাড়া আগামী এক বছরের সম্ভাব্য বাজেট, দেশের চারটি ভেন্যুতে মিনি বিসিবি গড়ে তোলা, হাই পারফর্ম্যান্স ইউনিট (এইচপি) ও গেম ডেভেলপমেন্টের অধীনে থাকা ক্রিকেটারদের পরবর্তী সফর সূচির ব্যাপারেও আলোচনা হওয়ার কথা আছে সভায়। এর সাথে বিসিবির অধীনস্থ প্রতিটি  বিভাগের নির্ধারিত বিষয়ের উত্থাপিত বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। সব মিলিয়ে বিসিবিতে চলমান আলোচনায় এজেন্ডা সংখ্যা ৪০টি। 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *